দ্রৌপদী মুর্মু

২০২২ ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 
দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে ১৯৫৮ সালের ২০ জুন এক সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করেন । 
২২ শে জুলাই, ২০২২ আনুযায়ী বর্তমানে এখন উনার বয়স ৬৪ বছর ১ মাস। 

দ্রৌপদী মুর্মুর পরিবার

                           

[১] বাবার নাম বিরঞ্চি নারায়ণ টুডু
[২] স্বামীর নাম শ্যাম চরন মুর্মূ । 

স্বামী ও দুই ছেলেকে হারিয়েছেন তিনি। এক মেয়ে বর্তমান।

ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতি প্রতিভা প‍্যাটেল। তাই দ্রৌপদী মুর্মূ হতে চলেছেন ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।

ঝাড়খন্ডের রাজ্যপাল 

                              

এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনিই ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল।  
ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে পারে ২৪ জুলাই। তার পরেই দ্রৌপদী মুর্মূ ভারতের  রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
আরও পড়ুন